বিজ্ঞাপন দিন

নীলফামারীতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

জল নিউজ: র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নীলফামারীতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। গত শনিবার জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। র্যালী ও আলোচনা সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, আরডিআরএস, ওর্য়াল্ড ভিশন, ইউএসএস, প্রোণ, শার্প, অনুভব সামাজিক উন্নয়ন সংস্থা, রিলেশন, ইউএসকেএস, টিএলএমআইসহ প্রতিবন্ধীদেও নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন। সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফরহাদ হোসেনের সভাপতিত্বে শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘টেকসই ভবিষৎ গড়ি ১৭টি লক্ষ্য অর্জন করি’ প্রতিপাদ্যে নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.জে.এম এরশাদ আহসান হাবীব। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা শাহজাহান আলী, ইউএসকেএস’র নির্বাহী পরিচালক আহসান রহিম মঞ্জিল, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনালের প্রকল্প ব্যবস্থাপক দেলওয়ার হোসেন ও ব্র্যাক জেলা প্রতিনিধি রইস উদ্দিন। এ ছাড়া জেলার ডোমার,ডিমলা,জলঢাকা,কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় অনুরূপ কর্মসুচি পালন করা হয়।