বিজ্ঞাপন দিন

জলঢাকায় জামায়াতের আমিরসহ ৫জন আটক

ভ্রাম্যমান সংবাদদাতা : নীলফামারীর জলঢাকায় জামায়াতের উপজেলা আমিরসহ ৫ নেতাকে আটক করেছে থানা পুলিশ। আজ ৫ ডিসেম্বর (সোমবার) ভোরে উপজেলার কাঁঠালী ইউনিউনের দক্ষিণ দেশীবাই (কাচারী দক্ষিণপাড়া) গ্রামের হামিদুর রহমানের বাড়ীতে বৈঠক চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনা স্থালেই আমিরসহ ৫ নেতাকে পুলিশ আটক করে। আটককৃতরা হলো-পৌরসভা চেরেঙ্গা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও সদ্য নির্বাচীত উপজেলা জামায়াতের আমির সাদের হোসেন ( ৪০), পৌর ১নং ওর্য়াড দুন্দীবাড়ী গামের মৃত ইব্রাহীম আলীর ছেলে জামিয়ার রহমান (৫০), খুটামারা ইউনিয়নের খালিশা খুটামারা গ্রামের মজিবর রহমানের ছেলে ও উপজেলা শিবিরের সাবেক সভাপতি কামরুজ্জামান ( ৪০), শিমুলবাড়ী ইউনিয়নের খামাদপাড়া গ্রামের মৃত জাহাদ আলীর ছেলে আকবর আলী ( ৫৫) ও উত্তর দেশীবাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হাফেজ মোহাম্মদ রাশেদুজ্জামান (৩০)। উল্লেখ্য য়ে, ছাদের হোসেন উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর, প্রথম মিটিং এ তাকে পুলিশ আটক করেন। এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, গ্রেফতারকৃদের বিরুদ্ধে জলঢাকা থানায় একাধিক মামলা রয়েছে। আজ ভোরে তারা নাশকতা পরিকল্পনার গোপন বৈঠক করার সময়, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।