ভ্রম্যমান সংবাদদাতা : নীলফামারীর জলঢাকায় গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে রাজস্ব খাতের অর্থায়নে প্রদর্শনীর উপকরণ বিতরণ ও কৃষক ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে- প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান।
উপজেলার বিভিন্ন্ ইউনিয়নের ৫২জন কৃষকের উপস্থিতিতে ভূট্রা প্রদর্শনীর প্রত্যেক কৃষককে প্রতি ৫০ শতক প্রদর্শনীর জন্য হাইব্রিড সুপার ৭০২ বীজ ৪কেজি, ডিএপি ৩০কেজি, এমওপি১৫কেজি, দস্তা ২কেজি, বরিক এসিড ১.৫কেজি ও ম্যাগনেশিয়াম সালফেট ১০কেজিসহ ১টি করে সাইনবোর্ড প্রদান করা হয়।
প্রদর্শনীর উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন-কৃষক বান্ধব সরকারের কোন প্রকল্প বা কর্মসূচি ছাড়াই এই ধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি কৃষকদের সঠিকভাবে প্রদর্শনী বাস্তবায়ন করে আধুনিক কৃষি প্রযুক্তিসমূহ ছড়িয়ে দেয়ার আহবান জানান।
উপজেলা কৃষি অফিসার তার বক্তব্যে বলেন-চলতি অর্থবছরে ৫২ টি ভূট্রা ও ২০টি সরিয়ার প্রদর্শনীসহ মোট ১১৪ টি প্রদর্শনীর বরাদ্দ পাওয়া গেছে যা জলঢাকাসহ বাংলাদেশের কৃষির ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ। তিনি কৃষকদেরকে প্রচলিত আবাদ থেকে বেড়িয়ে এসে আধুনিক প্রযুক্তিতে গম, সরিষা, ভূট্রাসহ শাকসব্জি চাষাবাদের উপর গুরুত্বারোপ করেন এবং ভূট্রা চাষের কলাকৌশল আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন