বিজ্ঞাপন দিন

জলঢাকায় স্বেচ্ছা শ্রমে স্কুল আঙ্গিনায় ফুলের বাগান গড়ে তুলেছেন শিক্ষকেরা

বজলুর রশীদ : জলঢাকা উপজেলার বালাগ্রাম  ইউনিয়নের চাওরাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা স্বেচ্ছা শ্রমের বিনিময়ে স্কুল আঙ্গিনায় গড়ে তুলেছেন ফুলের বাগান। আজ বৃহস্পতিবার ফুলের বাগানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহা. রাশেদুল হক প্রধান এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী হারুন অর-রশিদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাজাহান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাবিবুর রহমান,জলঢাকা নিউজ এর সম্পাদক বজলুর রশীদ ,জমিদাতা সদস্য মোখলেছুর রহমান,ইউপি সদস্য আব্দুল ওহাব,শিক্ষক সমিতির সভাপতি আলিমুর রেজা লায়ন, সম্পাদক গোলাম জাকারিয়া,সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ শাহ,প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল খালেক, সহকারী শিক্ষক রকিবুল ইসলাম , আবুল বাসার,ফাতেমাতুজ জোহরা, ,আফফাত  আরা, মাহমুদা সামিহা ফাওজিয়া 
চাওরাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল খালেক বলেন, ফুল বাগান করার জন্য স্কুলে কোন বাজেট নেই। স্কুলের সৌন্দর্য বৃদ্ধিতে টিফিনের পর এবং ছুটির আগে স্বেচ্ছা শ্রমের বিনিময়ে শিক্ষকেরা মিলে আঙ্গিনায় ফুলের বাগান গড়ে তুলেছি। চাওরাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রকিবুল ইসলাম বলেন,ছোট বেলায় যখন ছাত্র ছিলাম তখন আমরা স্কুল আঙ্গিনায় ফুলের বাগান করতাম। মূলত ছাত্ররাই ফুলের বাগান করে থাকেন। কিন্তু বর্তমানে ছাত্রদের দিয়ে বাগান করতে গেলেই শিশু শ্রমের কথা উঠে আসে। বাগানের জন্য বাজেট না থাকায় শিক্ষকেরা অবসরে কাজ করে ফুলের বাগান গড়ে তুলেছেন।