বিজ্ঞাপন দিন

সরকারের উন্নয়ন ভাবনা ও সাফল্য নিয়ে নীলফামারীতে প্রেস ব্রিফিং

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য দপ্তরের আয়োজনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০ জন সাংবাদিক অংশগ্রহন করে। সংবাদ সম্মেলনে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন জেলা প্রশাসক জাকীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) এজেএম এরশাদ আহসান হাবিব, জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক। জেলার উন্নয়নে জানানো হয়, শিল্পায়নে ব্যাপক প্রসার ঘটেছে জেলায়, উত্তরা ইপিজেড থেকে শিল্পায়ন ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলে। ফলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে মানুষের। শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন ঘটেছে এ জেলার। আঞ্চলিক ও আর্ন্তজাতিক বিমানবন্দরে উন্নীত হতে চলেছে সৈয়দপুর বিমানবন্দর। এগিয়ে চলছে চিলাহাটি স্থলবন্দর স্থাপনের কাজ। প্রক্রিয়াধীন আছে হাইটেক পার্ক, অর্থনেতিক জোন, রাসায়নিক সারের বাফার গুদাম, দ্বিতীয় বিসিক শিল্পনগরী, হাইওয়ে থানা স্থাপন, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন, সৈয়দপুর এবং ডিমলা উপজেলায় দুটি টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা, চিলাহাটিতে ফায়ার সার্ভিস স্টেশন, পলিটেকনিক্যাল ইনিস্টিটিউট উল্লেখ যোগ্য। সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্ত করতে আগামী ১৯ জানুয়ারী নীলফামারী আদর্শ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে বলে জানানো হয় এসময়। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।