বিজ্ঞাপন দিন

জলঢাকায় ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিলের দাবিতে বিক্ষোভ ও পথসভা ২২.০১.২০১৭

ফরহাদ ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় অধ্যাপক গোলাম মোস্তাফা এমপি সহ ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।আজ রবিবার সন্ধ্যায় ডালিয়া রোড বঙ্গবন্ধু সৈনিক লীগ অফিস কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে পথসভায় মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর,শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জোনাব আলী,উপজেলা যুবলীগের সদস্য ও সৈনিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।পথসভায় আব্দুল ওয়াহেদ বাহাদুর তার বক্তব্যে বলেন,স্থানীয় এমপি অধ্যাপক গোলাম মোস্তাফা তথ্য গোপন করে মুক্তিযুদ্ধের সময় কোথাও অংশগ্রহণ না করে মিথ্যা তথ্য দিয়ে ২০১৩  সালে মুক্তিযোদ্ধা হিসেবে সনদ গ্রহণ করেন এবং তিনি এমপি নির্বাচিত হবার পর জামাত-শিবিরের বিভিন্ন ক্যাডারদের পুর্নবাসন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে টাকার পাহাড় করেছেন।তিনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা।মিথ্যা তথ্য দিয়ে সনদ গ্রহণ করে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করায় প্রধানমন্ত্রীর কাছে তার সংসদীয় পদ বাতিল সহ বিচারের দাবি জানান।

উল্লেখ্য সারাদেশে মুক্তিযোদ্ধা যাচাই বাঁচাই প্রক্রিয়ার অংশ হিসেবে গত একুশ জানুয়ারি শনিবার জলঢাকা উপজেলায় যাচাই বাঁচাই শুরুর কথা থাকলেও বিতর্কিত এমপি ওই কমিটির সভাপতি হওয়ায় প্রকৃত মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে এবং ওই কমিটি বাতিলের দাবিতে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডারগণ কমিটির সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন এবং ওইদিন বিকেলে এমপিকে কমিটির সভাপতি থেকে বাদ দিয়ে উপজেলা কমান্ডার হামিদুর রহমান কে অস্থায়ী সভাপতি নির্বাচিত করে একটি পত্র প্রেরণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্রণালয়ে।