বিজ্ঞাপন দিন

জলঢাকায় বুদ্ধি প্রতিবন্ধি ও অটিজম বিদ্যালয় উদ্বোধন

মানিক লাল দত্ত: জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় শিক্ষার মান উন্নয়ন ও গুণগত পাঠদান পেতে পারে প্রতিবন্ধিরা এ আলোচ্য বিষয়কে প্রাধান্য দিয়ে উপজেলার প্রত্যন্ত অঞ্চল মীরগঞ্জ ইউনিয়নের পাঠান পাড়া কালকেওট বুদ্ধি প্রতিবন্ধি ও অটিজম বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন নীলফামারীর নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। সাথে ছিলেন সাবেক এম.পি জাফর ইকবাল সিদ্দিকী। শুক্রবার পাঠান পাড়া কালকেওট এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বুদ্ধি প্রতিবন্ধিদের শিক্ষায় মনোযোগী করতে বিদ্যালয়টিতে নানান উপকরন প্রদানের আশ্বস্ত করেন, যা দ্বারা তারা ইশারার মধ্যে দিয়ে মস্তিকে ধারন করে বিদ্যালাভ করার এক প্রকার সুকৌশল পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মীনী লায়লা আন্জুমান বানু, মীরগঞ্জ ইউ.পি চেয়ারম্যান হুকুম আলী খাঁন, বিদ্যালয়ের সাধারন সম্পাদক জামিয়ার রহমান, জাতীয় পার্টি নেতা জমশেদ আলী প্রমূখ। ১৫ শতক জমির উপর নির্মিত বিদ্যালয়টিতে ছাত্র/ছাত্রীর সংখ্যা ৬৮ জন, শিক্ষক কর্মচারীর সংখ্যা ১৪ জন। বিদ্যালয়টি ডিজিটালের আওতায় অটিজম শিক্ষা প্রদান করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।