বিজ্ঞাপন দিন

দুঃস্থদের সহযোগিতায় এগিয়ে আসুন, জলঢাকায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে ব্যারিষ্টার তুরিন আফরোজ

ফরহদ ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় অসহায় এতিম ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে দুঃস্থদের সহযোগিতায় এগিয়ে আসার আহব্বান জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর ব্যারিষ্টার তুরিন আফরোজ । হিমালয় সংলগ্ন জেলা হওয়ায় জলঢাকা উপজেলায় শীতের প্রভাবটা বরাবরের বেশি।তাই অসহায়, এতিম ও দুঃস্থদের মাঝে একখানা গরম শীতবস্ত্র বিতরণ করার লক্ষে ব্যক্তিগত উদ্দ্যেগে গত ২১ থেকে ২৩ শে জানুয়ারী ৩ দিন ব্যাপি ১৪ নীলফামারী ৩ আসনের বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। গত ৩ দিনে উপজেলার কৈমারী,শৌলমারী, ডাউয়াবাড়ী পৌরসভা, থানামোড়, শ্রমিক ঐক্য পরিষদের অসহায় সদস্য, খুটামারা, বড়ভিটা, পুঁটিমারী, রণচন্ডী, বালাগ্রাম, গোলমুন্ডা, মীরগঞ্জ, শিমুলবাড়ী, গোলনা ইউনিয়ন সহ এলাকার বিভিন্ন গ্রামে এই শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন,জলঢাকা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল ওয়ায়েদ বাহাদুর, শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শ্রী পরেশ চন্দ্র রায় কাচু, সাধারণ সম্পাদক জোনাব আলী সহ উপরোক্ত সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ।শীতবস্ত্র বিতরণ কালে ব্যারিষ্টার তুরিন আফরোজ তার বক্তব্যে বলেন, আমার পিতার আদর্শ বুকে ধারণ করে এলাকার হত দরিদ্রদের ভাগ্য উন্নয়নে কাজ করব এবং দুঃস্থদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান।