বিজ্ঞাপন দিন

ডিমলায় সুশৃঙ্খল পরিবেশে দাখিল ও কারিগরি পরীক্ষা অনুষ্ঠিত

মানিক লাল দত্ত, নীলফামারী : নীলফামারী ডিমলা উপজেলায় সুশৃঙ্খল ও নকল মুক্ত পরিবেশে এসএসসি সমমান ও দাখিল ও কারিগরি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত কাল খালিশা চাপানী ইউনিয়নের ছোট খাতা বহুমূখী ফাজিল মাদরাসা কেন্দ্রে দাখিলের ৩৪৯ জন এবং কারিগরির ৮১ জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেন।

কেন্দ্র সচিব ও অধ্যক্ষ বজলার রহমানের নিয়ন্ত্রনে পরীক্ষা কেন্দ্রে মনোরম পরিবেশে প্রতিবন্ধকতা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র পরিদর্শকের ভূমিকায় ছিলেন, বিআরডিবি কর্মকর্তা মো. দেলোওয়ার হোসেন, উপজেলা পাট কর্মকর্তা মহিবুর রহমান লোহানি। এ দিকে কেন্দ্র পরিদর্শকের সাথে কথা হলে উভয়ে জানায়, সরকারের শিক্ষাক্ষেত্রে উন্নয়ন-সম্ভাব্য-সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা প্রদান একটি মহৎ দৃষ্টান্ত। আমরা আশা করি, আগামী অনুষ্ঠিতব্য সকল পরীক্ষায় শিক্ষার্থীরা সুন্দর ভাবে পরীক্ষা দিয়ে নিজের পিতা-মাতার ও শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।