বিজ্ঞাপন দিন

জলঢাকায় শশুরালয়ে নিজের স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অভিযোগ

মানিক লাল দত্ত, নীলফামারীঃ দীর্ঘ ৮ বছর ধরে স্বামীর বাড়ীতে নিজ স্ত্রীর দাবীতে অনশন করে যাচ্ছেন আলেমা খাতুন এক গৃহবধু। প্রকাশ, উপজেলার জলঢাকা শৌলমারী কাজী পাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মমিনুর রহমান (৫২), ১ম স্ত্রী আলেমা খাতুন (৪৮) এর বিনা অনুমুতিতে গত ৮ বছর পূর্বে পরিত্যক্ত সামছুন্নাহার মাইবুড়ি (৩০) কে বিয়ে করে অন্যত্র বসবাস শুরু করে মমিনুর রহমান। ফলশ্রুতিতে ১ম স্ত্রী ও তার ৩ সন্তান অসহায় হয়ে পড়ে অনাহারে-অর্ধাহারে তারা দিনাতিপাত করছে। আলেমা খাতুন জানায়, আমাকে না জানিয়ে ৩ সন্তানসহ আমাকে আমার বাবার বাড়ীতে রেখে যায়। এরপর আমি পূণরায় স্বামীর বাড়ীতে গেলে আচমকা অসুস্থ হয়ে পড়ি। তাক্ষণিক আমার স্বামী আমার চিকিৎসা না করে উল্টো ২য় বিবাহ করে অন্যত্র বসবাস করছে। গেল বছরের গত ২৯ নভেম্ভর শৌলমারী ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ করে। যাহার স্বারক নং ৩৬/২০১৬ অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন চেয়ারম্যান প্রাণজিৎ কুমার রায় (পলাশ) ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য কাজী নাজমা বেগমকে বিচারের ভার দেয়। এ বিষয়ে মহিলা সদস্যার সাথে কথা বললে তিনি জানান, চেয়ারম্যান আমাকে লিখিত ভাবে বিচারের ভার দিয়েছে। সে কারণে আমি উভয় পক্ষকে বিচারের জন্য ডাকি, কিন্তু মমিনুর রহমান আসেনি। এলাকাবাসী জানায়, বেশ কয়েক বছর শালিস হলেও কোন বিচার মানেনি মমিনুর রহমান। এ ঘটনায় নিরূপায় গৃহবধু, প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন।