বিজ্ঞাপন দিন

“প্রেমের মরা জলে ডুবে না” জলঢাকায় কলেজ ছাত্রী অনার্স পরীক্ষা না দিয়ে হলেন প্রেমের বলী!

মানিক লাল দত্ত, জলঢাকা (নীলফামারী): “প্রেমের মরা জলে ডুবে না” সেই প্রেম স্বীকৃতি পেতে উতলা মন আজ স্তব্দ নয়! তাই অভিমানকেও বলি দিতে হয়েছে নিজের প্রেম প্রার্থনার স্বীকৃতি পাওয়ার জন্য, একটাই বাক্য উচ্চারণ হচ্ছে ভালবাসা সত্য, যদি মন থাকে, খোদার দরবারে চিরসুখি হবে, “ভালবাসা চির অমর” যুগ-যুগ বেঁচে রয়, সুপবিত্র মনে ভালবাসা হয়....এমন একটি চাঞ্চল্যকর ঘটনার হদিস মিলেছে নীলফামারীর জলঢাকার এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যুতে, বাকরুদ্ধ হয়ে পড়েছে মেয়েটির পরিবার।

প্রশ্ন উঠেছে, উপজেলার কাঁঠালী ইউনিয়নের রাজধানী পাড়া গ্রামের নুর ইসলামের কন্যা সাবিনা ইয়াসমিন নুরি (২১) নীলফামারী সরকারী কলেজে অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন, তার সাথে প্রেম ও দৈহিক সম্পর্ক থাকে ডিমলা উপজেলার ডালিয়া চাপানী ইউনিয়নের কাকনী গ্রামের দৌলত জামান এর ছেলে আব্দুস ছামাদ (২৫) এর সাথে। বছর খানেক আগে বিবাহ হয়।

ঘটনার দিন বুধবার নিজ বাবার বাড়ীতে সবার অজান্তে নিজ শয়ন কক্ষে ঘরের তীরের মধ্যে ওড়না ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। অতঃপর তাৎক্ষনিক পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মেডিকেল অফিসার ডা: নুসরাতজাহান রোগিটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরণ করে। প্রত্যক্ষদর্শিরা জানায় মৃত্যুটি রহস্যজনক, বৃহস্পতিবার তার অনার্স চতুর্থ বর্ষের শেষ পরীক্ষা ছিল, অথচ হলো বলী। মৃত কলেজ ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার সময় সে মৃত ছিল, অভিযোগ উঠেছে বলে জানা গেছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।