বিজ্ঞাপন দিন

জলঢাকায় কবি অহতাজ আলী চুড়োমনির সাহিত্যমনায় অসাধারণ নৈপূর্ণতার ছাপ

মানিক লাল দত্ত, নীলফামারী : কবি অহতাজ আলী চুড়োমনি বয়স প্রায় ৬৫ এর কোঠায়, বাড়ী নীলফামারীর জলঢাকার ৩ নং বালাগ্রামের সাইটনালা বাজার ঢুগঢুগি বাগান বাড়ীতে। সংসারে স্ত্রী সহ এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। অদ্যবদি বয়সের ভারে ন্যুব্জ হলেও বাংলা সাহিত্যের অবিনাশি অনেক কবিতা লিখেছেন তিনি। প্রায় ৩০ বছর ধরে হাটি-হাটি, পা-পা করে মানুষের জীবন-জীবিকা বর্তমান, অতীত ও প্রকৃতির ঘুংউর-ঘুংউর শব্দের মায়াজাল সৃষ্টি করেছেন তিনি। তার কবিতায় ফুটে এসেছে জীবন বৈচিত্রময় পান্ডুলিপি। কবি অহতাজ আলীর প্রথম কবিতা প্রকাশিত হয়, জলঢাকার অখন্ড নামের একটি সাহিত্য পত্রিকায়। পত্রিকাটির সম্পাদনা করেছিলেন, জলঢাকা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য মানিক লাল দত্ত। এর পর স্থানীয় নীলফামারী বার্তা, জলকথা, বিকশিত বাংলা, ন্যায়ের ভাষা ছাড়াও বিভিন্ন কাগজে তার লেখা প্রকাশিত হয়। সাহিত্যমোদি চিন্তা-চেতনা, বিজ্ঞান, মনোস্কো ধ্যান-ধারনা, সমাজ পরিবর্তনে কবি অহতাজ আলীর কবিতা শ্লোগান নিয়ে এসেছেন পরিবর্তনের। মঙ্গলবার কবির সাথে এ প্রতিবেদকের কথা হলে, তিনি বলেন আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি, ডিজিটাল চিন্তা-চেতনা পাইনি। তাই কবিতার মধ্য দিয়ে সমাজ কল্যাণে অংশীদারিত্ব করতে চাই।