বিজ্ঞাপন দিন

জলঢাকা প্রাথমিক শিক্ষা অফিসকে বিভিন্ন মহলের অভিনন্দন

মর্তুজা ইসলাম জলঢাকা প্রতিনিধিঃ ২০১৭ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ও শিক্ষা মেলায় অংশগ্রহণ করে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় জলঢাকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন মহল। এই অর্জনে জলঢাকা প্রাথমিক শিক্ষা অফিসকে অভিনন্দন জানিয়ে স্হানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি বলেন, সম্মিলিত এই অর্জনকে ধরে রাখতে একযোগে কাজ করতে হবে। সকল ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথচলায় আমার সহযোগিতা আপনাদের সাথে আছে এবং থাকবে।
আরো যারা অভিনন্দন জানিয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান, সাবেক মেয়র ইলিয়াছ হোসেন বাবলু, আঃলীগ নেতা ও উপজেলা ঘাদানিকের সাধারন সম্পাদক অধ্যক্ষ একে আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোওয়ার হোসেন, পৌর আঃলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, রাবেয়া চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ বিবেকা নন্দ মোহন্ত, আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা জাসদের সাধারন সম্পাদক হাসিবুল ইসলাম মিতু, সামাজিক সংগঠন শিকড়ের সভাপতি ও সাংবাদিক সামসুল আলম, সম্পাদক হাফিজুর রহমান,

জলঢাকা নিউজ এর পক্ষে সম্পাদক বজলুর রশিদ ,মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের আহবায়ক আসাদুজ্জামান স্টালিন সহ জলঢাকা উপজেলা বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি ও সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি।

এ সম্পর্কে জলঢাকা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান বলেন সম্মিলিত প্রচেষ্টার ফসল এই অর্জন।আর এই অর্জন সম্ভব হয়েছে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান স্যারের অক্লান্ত পরিশ্রম ও নির্দেশনা মোতাবেক কাজ করার জন্যে। এছাড়াও তিনি প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকগন কে অভিনন্দন জানান। উল্লেখ্য ২৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশব্যাপী জেলা ও উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ও শিক্ষা মেলা ২০১৭ পালন করা হয়