বিজ্ঞাপন দিন

নীলফামারীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ পাড়া মহল্লায় চলছে সরস্বতী দেবীর পুজা অর্চনা

ফরহাদ ইসলাম,জলঢাকা প্রতিনিধি (নীলফামারী ): বিদ্যা ও জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে মর্তে ভক্তের মাঝে আগমন ঘটেছে শ্রী শ্রী সরস্বতী দেবীর। তারই স্মরনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাণসহ পাড়া-মহল্লায় করা হয় দেবীর আরাধনা। ভক্তরা নতশীরে প্রার্থনা করেন এই বিদ্যা দেবীর। আজ বুধবার দুপুরে নীলফামারীর জলঢাকায় রাবেয়া চৌধুরী মহিলা মহাবিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সরস্বতী মন্ডপে আরাধনা করেন তার ভক্তরা। এ সময় ফুলেল শুভেচ্ছায় ঢাক ঢোল বাজিয়ে বরন করে নেয়া হয় দেবীকে। রাবেয়া চৌধুরী মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেনির শিক্ষার্থী কবিতা রায় বলেন, সরস্বতী আমাদের বিদ্যার দেবী। তার কাছে আমার জ্ঞানের পরিধি বিস্তারের জন্য প্রার্থনা করলাম। সকলেই জ্ঞানে ও বিদ্যায় সমৃদ্ধ হয়ে জীবনের সফলতার শিখরে উঠতে পারি এটিই আমার প্রার্থনা। সেই সাথে একাদশ শ্রেনির রুবাইয়া জিনাত পপি তার অনুভুতি জানিয়ে বলেন, ধর্ম যার যার আনন্দ সবার। তাই সহপাঠীর সাথে এই পুজার আনন্দ নিতে এসেছি। জলঢাকা রাবেয়া চৌধুরী মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত বলেন, প্রতি বছরেরর ন্যায় এবারেও কলেজে সরস্বতী পুজা করা হচ্ছে। মর্তে দেবীর আগমনে তাকে সাদরে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেয়া হয়েছে। পুজা অর্চনার মধ্যে শিক্ষার্থীরা দেবীর কাছে বিদ্যা ও জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে করছে প্রার্থনা। নীলফামারী-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন শেষে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে ধর্ম যার যার উৎসব সবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া মহল্লায় অত্যান্ত শান্তিপুর্ন পরিবেশে উদযাপন করা হচ্ছে সরস্বতী পুজা।#