
সম্পাদক জলঢাকা নিউজ:
স্কুলের ছোট ছোট কোমলমতি শিশুরা খেলাধুলা থেকে বঞ্ছিত হচ্ছে।
সামান্য বৃষ্টি হলেই জলঢাকা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জমছে হাঁটুপানি।
কিন্তু এতটুকু উদ্যোগ নেয়ার কেউ নেই ওই স্কুলে।
স্কুলটিতে ছোট ছোট কোমলমতি শিশুরা খেলাধুলা করার মতো কোনো স্থান ও এ এলাকার যুবক ছেলেদের খেলার মতো কোনো মাঠ না থাকায় এ মাঠটিই হলো একমাত্র খেলার মাঠ। কিন্তু পানি নিষ্কাশনের এতটুকু উদ্যোগ নেয়ার যেন কেউ নেই।
এই উপজেলায় একটি স্টেডিয়াম খেলার মাঠ থাকলেও সেটি ক্যাম্পাসের বাইরে হওয়ায় ছাত্রদের তেমন কাজে লাগে না। ক্যাম্পাসের ভেতরে যে ছোট চত্বরটি রয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। একটু বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকে। ছাত্র ও ছাত্রীর অভিভাবকরা বিষয়টি জরুরিভিত্তিতে সমাধানের জন্য স্কুল পরিচালনা কমিটিসহ প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।
এই সমস্যার সমাধানের জন্য মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান ও পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী
দৃষ্টি আকর্ষণ করছি।