বিজ্ঞাপন দিন

কবি শফিকুৃল ইসলাম এর গদ্য কবিতা -------হারানোর বেদনা

 গদ্য কবিতা

---------------
হারানোর বেদনা
-----------------
শফিকুৃল ইসলাম
---------------------
হলদী বাটার শব্দে
কোলাহল মুখর সারাবাড়ি
তারকাটা মইটি পরেছিল
আমিও গেলাম।
ওমা  একি  কান্ড---
নুশিু,মিশি সবাই হলুদ শাড়ি পরে
বসে আছে তোমার পাশে।
বড়মা তোমার গালে হলুদ দিল
তারপর সবাই এক এক করে
নুশি তো শুধু টাকা হাতাতে ব্যস্ত।
আমার ও ইচ্ছা ছিল তোমাকে হলুদ দিব
চোঁখে জল এসে গেল
গোপনে বেড়ার পাশে বড় বড় কচুগাছের
নিচে দাঁড়িয়ে থাকলাম।
গলা শুকিয়ে যাচ্ছে, ইচ্ছা হল তোমাকে চিৎকার করে ডাকি,সোমা---  সোমা-- সোমা---।
নিজের অজান্তেই কষ্টগুলো বুকে নিয়ে বাড়িতে এলাম।

বড়ই গাছের তলায় কত যে খেলেছি
বৌ বৌ খেলায় শাড়ি পড়িয়ে
বলতাম বৌ তুমি খুব ভাল,,
তুমি আমার হাত ধরে থাকতে চুপচাপ।
অল্পক্ষনে আমি লজ্জা পেতাম।

বর এল গাড়িতে
লম্বা  পাগুড়িওয়ালা একজন তোমার স্বাক্ষর নিল
এরপর সবাই তোমার জন্য দোয়া করল।
বেড়ার ফাঁক দিয়ে আমি হাত তুলে দোয়া করলাম।
চোঁখের পানিতে বুকের কাপড় ভিঁজে গেল।

চিৎকার করে ডাকলাম সোমা--- সোমা---  সোমা--।
গলায় কোন আওয়াজ এলো না
নিমিষেই তুমি দৃষ্টির আড়ালে চলে গেলে।
কত স্মৃতি, ব্যাথা, দুঃখ নিয়ে পড়ে থাকলাম একা।