বিজ্ঞাপন দিন

কবি শফিকুল ইসলামের কবিতা "কবিতা তুমি কি!



কবিতা তুমি  কি!
---------------
কবিতা তুমি কি!
সদ্যজাত প্রসূত শিশুর কান্নার গুন্জরন
নাকি মায়ের বিজয়ের হাসি।

কবিতা তুমি কি!
মাঠভরা সবুজের শষ্যশ্যামল
নাকি কৃষানের শুকনো ঘাম।

কবিতা তুমি কি!
ষোড়শীর লম্বা কালো কেশ
নাকি নূপুরের রুনুঝুনু শব্দ।

কবিতা তুমি কি!
প্রিয়ার হাস্যোজ্জ্বল মুখোচ্ছবি
নাকি বৃদ্ধার ভাঁজপরা দেহের একফালি মানচিত্র।

কবিতা তুমি কি!
দিগজ্বয়ী বীরের বীরত্ব গাথা
নাকি পরাজয়ের করুন কাহিনী।

কবিতা তুমি কি!
নাঙ্গোলীর স্তনাগ্র ছেদন
নাকি ধর্ষিত অবলার নির্বাক চাহনি।

কবিতা তুমি কি!
মজলুমের বিবর্ন আর্তনাদ
নাকি অত্যাচারী শাসকের ক্রুর হাসি।

কবিতা তুমি শুধুই কবিতা
শব্দের পর শব্দের অমর বিন্যাস
লুকিয়ে থাকা ঘৃনা  আর সাহসী অহংকার।

24/7/17