বিজ্ঞাপন দিন

জলঢাকায় শিশু কল্যাণ বোর্ডের মতববিনিময় সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ত্রৈ-মাসিক মতববিনিময় সভা করেছে উপজেলা শিশু কল্যাণ বোর্ড। বুধবার উপজেলা পরিষদ হলরুমে সকল সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাল্যবিয়ে রোধের নামে এক শ্রেণীর প্রত্যারক সংবাদকর্মী চক্রের চাদাবাজী বন্ধ এবং সচেতনতা বৃদ্ধির জন্য সভা সেমিনার, লাল কার্ড বিতরণ ও স্কুলে শিশুদের মারধর বন্ধসহ শিশু সুরক্ষায় ইউএনও”র সহযোগিতা কামনা করে শিশু কল্যাণ বোর্ডের সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী হারুন অর রশীদ, মীরগঞ্জ ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির হুকুম আলী, ধর্মপাল ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান জলঢাকা থিয়েটারের সাধারণ সম্পাদক সাংবাদিক আবেদ আলী, ইউএসএস এর প্রজেক্ট কো- অর্ডিনেটর কায়-কো-বাদ হোসেন, টেকনিক্যাল অফিসার আব্দুর রহিম, কার্ড টেইনার গীতা রানী পাল, শিশু কল্যাণ বোর্ডের সদস্য শিরিন আক্তার আশা, আকাশ খান, আয়রিন আক্তার, সিন্ধু রানী প্রমুখ। বাল্যবিয়ে রোধ ও শিশু সুরক্ষায় গতিশীল হওয়ার প্রস্তাব করে শিশু বোর্ডের সদস্যরা।