বিজ্ঞাপন দিন

নীলফামারী জেলা তথ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিং

আব্দুল মালেক, নীলফামারী প্রতিবেদকঃ  প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় জেলা ব্রান্ডিং, কিশোর বাতায়ন প্রতিযোগিতা “উদ্ভাবকের খোঁজে” এবং বিভিন্ন ই-সেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্টমিডিয়া ও অনলাইন পত্রিকার সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং আলোচনা করেন জেলা তথ্য অফিসার মুহাম্মদ আলমগীর কবির। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সোমবার সকাল ১১ টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজাহারুল ইসলাম। আমন্ত্রীত অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, এনবিসি নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু হাসান। 

জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজাহারুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দেওয়ার জন্য নিরলস ভাবে কাজ যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বি-নির্মানে বিভিন্ন মন্ত্রনালয় ও দপ্তর সমূহে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে এটু এর অন্যতম উদ্যোগ হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া বহুবিধ উন্নয়নমূলক প্রোগ্রাম নির্মান করছে। এটুআই হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার মাধ্যমে শিক্ষা, জীবন-জীবিকা, মানবউন্নয়ন, প্রশিক্ষণ, জনসচেতনতামূলক এবং অন্যান্য অনুষ্ঠানের নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। 

এ প্রোগ্রাম ছালেহা বুবুর বৈঠকখানা, কোটি টাকার, গল্প নয় সত্যি, উদ্ভাবকের দেশে, বেষ্ট স্কুল ফর গাল্স ইত্যাদি অনুষ্ঠানসমূহ নির্মাণ করেছে যা ইতি মধ্যে বিটিভি, সংসদ টিভি, আর টিভি, এটিএন নিউজে সম্প্রসারিত হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন এলাকায় উদ্ভবকদের নিয়ে বিশেষ উদ্ভাবনী “রিয়েলিটিশো” উদ্ভাবকের দেশে নির্মিত হয়েছে। অনুষ্ঠানটিতে উদ্ভাবকদের ভিন্নধর্মী উদ্ভাবন তুলে ধরা হয়েছে। জেলা তথ্য অধিদপ্তর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।