বিজ্ঞাপন দিন

স্কুল শিক্ষকদের অবহেলায়,কোচিং সেন্টারে ছাত্র ছাত্রীদের ভীর।

রবিউল ইসলাম রাজ,জলঢাকা প্রতিনিধি (নীলফামারী): নীলফামারী জলঢাকায় স্কুল শিক্ষকদের অবহেলায় কারনে কোচিং সেন্টারে ছাত্র ছাত্রীদের ভীর।সরজমিনে দেখা যায়,বুধবার বিকালে শৌলমারী ইউনিয়নের সিংড়িয়া সিবের বাজার মোহনা কোচিং সেন্টারে ছাত্র ছাত্রীদের উপছে পড়া ভীর।কোচিং সেন্টারে মিডিয়া কর্মীরা বিকাল ৩টা ৩৯মিনিটে উপস্থিত হয়ে ৩য়-৫ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের সাথে কথা বললে তারা বলেন,আমরা সিংড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ি।স্যার আমাদের সাড়ে তিনটায় ছুটি দিয়েছে।কোচিং সেন্টারের আশেপাশে উপস্হিত অভিভাবকরা সংবাদকর্মীদের বলেন,প্রাইভেট কোচিং না থাকলে আমাদের বাচ্চারা নিজের নামটাও লিখতে পারতো না।ছুটি বিষয়ে প্রধান শিক্ষক সুধীরের সাথে সংবাদকর্মীদের মুঠো ফোনে কথা হলে তিনি বলেন,আপনাদের কে এগুলো বিষয়ে কে দ্বায়িত্ব দেয়িছে? আপননারা যা পারেন লেখেন।সহকারী শিক্ষা অফিসার মোশফেকুর স্যারের সাথে কথা হলে তিনি বলেন,স্কুল বিকাল ৪টা ৩০মিনিট পযন্ত ক্ল্যাস চলবে।যে স্কুল এর আগে ছুটি দিবে,সেই স্কুলের প্রধান শিক্ষকের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা ও সোকাজ করা হবে।