বিজ্ঞাপন দিন

জলঢাকায় জামাতার বিরুদ্ধে শ্বশুরের অপহরণ মামলা ৪৩ দিন পর শ্যালিকা উদ্ধার

ফরহাদ ইসলাম,জলঢাকা (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় আপন জামাতার বিরুদ্ধে শ্যালিকাকে অপহরণ মামলা করেছেন শ্বশুর। অপহরণের ৪৩ দিন পর শ্যালিকাসহ দুলাভাইকে আটক করেছে থানা পুলিশ। মামলা সূত্রে জানা যায়,উপজেলার খুটামারা ইউনিয়নের হরিশ্চন্দ্রপাঠ গ্রামের মৃত্যু নছিম উদ্দিনের ছেলে জয়নাল আবেদীনের স্কুল পড়–য়া মেয়ে তাঁরা আক্তারকে (১৪) ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায় তার আপন দুলাভাই শিমুলবাড়ী ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের বাবুল হোসেনের ছেলে লিটন ইসলাম (৩০)। এ ঘটনায় পাচজনের নাম উল্লেখ করে নীলফামারীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত ২৭ সেপ্টেম্বর লিটন ইসলামের শ্বশুর ও তারা আক্তারের পিতা জয়নাল আবেদীন বাদী হয়ে মামলা করেন। মামলা নং ৫৫৭। মামলার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার সন্ধ্যায় খেরকাঠি এলাকার পাইটকাপাড়া থেকে তারা আক্তার ও দুলাভাই লিটন ইসলামকে আটক করেন পুলিশ। এ বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান,আটককৃত লিটন ইসলামকে জেল হাজতে এবং তাঁরা আক্তারকে মেডিকেল টেষ্ট করার জন্য পাঠানো হয়েছে।