বিজ্ঞাপন দিন

জলঢাকায় আনন্দ শোভাযাত্রায় সাধারন মানুষের ঢল

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভুক্তির মাধ্যেমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় জলঢাকা উপজেলা প্রশাসনের অনু্ষ্ঠিত আনন্দ শোভাযাত্রায় সর্বস্তরের সাধারন মানুষ অংশগ্রহন করেছে। এ উপলক্ষে নীলফামারীর জলঢাকায় শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা ১১ জন প্রদর্শনীর মাধ্যমে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে এই শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান (সাবেক) প্রফেসর আহমেদ হোসেন ,সহকারী কমিশনার (ভুমি) জহির ইমাম , উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টু , সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জেড এ সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজুল আলম, উপজেলা প্রকৌশলী হারুন-অর- রশীদ, সমাজসেবা কর্মকর্তা মনিমুন আকতার, মুক্তিযোদ্ধা কমাণ্ডার হামিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান, ফায়ার সার্ভিস ইনচার্জ মমতাজুল হক, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক দেলোওয়ার হোসেন, ও পৌর আঃলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ। এই শোভাযাত্রায় সাধারন জনগন, বিভিন্ন পেশাজীবী সংগঠন ছাড়াও উপজেলায় কর্মরত সরকারী সকল দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহন করে।