বিজ্ঞাপন দিন

জলঢাকায় ফেক আইডির বিরুদ্ধে থানায় ডায়েরী

ফরহাদ ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় ফেসবুকের ফেক আইডির বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরী করেছেন একই নামের মুল আইডির মালিক সাঈদুজ্জামান। অভিযোগ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ বছর যাবত “সাঈদু জ্জামান” নামে জনপ্রিয় একটি ফেসবুক আইডি পরিচালনা করে আসছেন উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামের মৃত্যু সাহাব উদ্দিনের ছেলে সাঈদুজ্জামান (২৭)। কিন্তু হঠ্যাৎ করে গত কয়েকদিন ধরে একই নাম ও ছবি ব্যবহার করে কে বা কাহারা আরেকটি ফেসবুক আইডি খুলে প্রধানমন্ত্রীসহ স্থানীয় জনপ্রিয় কিছু রাজনৈতিক নেতার নামে অশ্লীল ও বিব্রতকর লেখা কমেন্টস করে আসল ফেসবুক আইডির মালিককে বিব্রতকর অবস্থায় ফেলেছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সাধারন ডায়েরী করেন আসল ফেসবুক আইডির মালিক সাঈদুজ্জামান।

ডায়েরী নং ৮০,তারিখ ০২/১১/২০১৭। ফেক আইডি সম্পর্কে সাঈদুজ্জামান বলেন,আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশে এই ফেক আইডি খোলা হয়েছে,অবিলম্বে এই ফেক আইডি বন্ধসহ আইডির পরিচালনাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্া গ্রহনে জোর দাবী জানান। এ বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন,ফেসবুকের ফেক আইডিগুলো কিভাবে বন্ধ করা যায় আমরা সে বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।