বিজ্ঞাপন দিন

৭ই মার্চের ভাষনকে শ্রেষ্ঠ ভাষনের স্বীকৃতি ॥ জলঢাকায় আনন্দ র‌্যালী

ফরহাদ ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক শ্রেষ্ঠ ভাষনের স্বীকৃতি দেওয়ায় নীলফামারীর জলঢাকায় আনন্দ র‌্যালী করেছে উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ও শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার সন্ধ্যায় জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি বিশাল আনন্দ র‌্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শ্রী পরেশ চন্দ্র কাচুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,শ্রমিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক জোনাব আলী, উপজেলা আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মশিউর রহমান হিট্টু,বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারন সম্পাদক আবদুল্লা আল মামুন সবুজ প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াহেদ বাহাদুর আগামী সংসদ নির্বাচনে সকল নেতাকর্মীদের কোন্দল ভুলে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে দেশের উন্নয়নের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া চান এবং আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে ভিষন-২১৪১ বাস্তবায়নের আহবান জানান।