বিজ্ঞাপন দিন

জলঢাকায় দোকানঘর বরাদ্দকে কেন্দ্র করে দফায়-দফায় বিক্ষোভ

ফরহাদ ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় একটি স্কুলের দোকান ঘর বরাদ্দ দেওয়াকে কেন্দ্র করে স্কুল পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ বানিজ্যের অভিযোগ এনে শনিবার রাতে ডাকালীগঞ্জ বাজারে দফায়-দফায় বিক্ষোভ ও পথসভা করেছে অভিভাবকসহ এলাকাবাসী। ঘটনাটি উপজেলার শৌলমারী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের। সরেজমিন ও পথসভার বক্তব্য থেকে জানা গেছে, শৌলমারী ইউনিয়নের ডাকালীগঞ্জ বাজারে শৌলমারী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের জমিতে মাসুদার রহমান,বিজয় কুমার রায়,সামসুল হক,মিজানুর রহমান,রাজ্জাক,মিজানসহ আরও অনেকের দীর্ঘদিন ধরে নিয়মিত দোকানঘরের ভাড়া পরিশোধ করে দোকান ঘড় নির্মান করে ব্যবসা করে আসছে। বর্তমান স্কুল পরিচালনা কমিটির সভাপতি নবাব আলী নির্বাচিত হওয়ার পর থেকে প্রধান শিক্ষকের সাথে যোগসাজোস করে মোটা অংকের অর্থের বিনিময়ে পুরাতন দোকানদের উচ্ছেদ করে নতুন দোকানদার বসানোর পায়তারা করছে। দোকান মালিক মাসুদার রহমান জানান, আমাকে কোনও প্রকার নোটিশ বা সময় না দিয়ে হঠাৎ করে আমার দোকারঘরে তালা লাগিয়ে দেয় প্রধান শিক্ষকসহ সভাপতি।

এ রকম অভিযোগ শুধু মাসুদার রহমানেরই নয় আরও অনেকের। পথসভায় অবিলম্বে স্কুলের এসব অর্থ বাণিজ্য বন্ধ করে পুরাতন দোকানদারদের মাঝে দোকান বরাদ্দে দেওয়ার আহবান জানান ওই ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ । এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবদুল্লা হিল বাকীর সাথে কথা হলে তিনি জানান,‘তাদের অভিযোগ ভিত্তিহীন,দোকানদারদের সাথে আলোচনা করেই এ সিন্ধান্ত নেয়া হয়েছে।’ অভিযোগ অস্বীকার করে সভাপতি নবাব আলী জানান,‘স্কুল পরিচালনা কমিটির সিন্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।’