বিজ্ঞাপন দিন

শীত বস্ত্র ও খাদ্য বিতরণ

সীমান্ত রায়, নীলফামারীঃ মানুষ হিসেবে অসহায় আর্ত-পীড়িতদের পাশে দাঁড়িয়ে তাদের প্রতি সহমর্মিতা দেখানো মানুষের মনুষত্বের স্বত্ত্ব গুনের বহিঃপ্রকাশ। এমন দৃষ্টান্ত স্থাপন করেছে কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন। নীলফামারীর পার্শ্ববতী গঙ্গাচড়া উপজেরার ঠাকুর পাড়ায় দুই দিন ব্যাপি শীত বস্ত ও খাদ্য পানিয় বিতরন করে ইসকন ফুড ফর লাইফ। তারাগঞ্জ রাধা মদন মোহন জিউ মন্দিরে ব্যবস্তাপনায় কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্বামীবাগের সহযোগীতায় ত্রান সামগ্রী বিতরণ করা হয়। দুঃস্থ মানুষদের মাঝে এইসব বস্ত্র ও খাদ্য বিতরণ করেন শ্রীমত ভক্তি প্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ, ইসকন ফুড ফর লাইফের পরিচালক শ্রী গৌরদাস। বিতরণ কালে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন গবিন্দ দাস, রাজিব ভদ্র, সাগর কর্মকার, উজ্জল রসময় দাস, সুবিমল কৃষ্ণ দাস, কাঞ্চন কৃষ্ণ দাস, অভয় কৃষ্ণ দাস, প্রশান্ত দাস। এসময় দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ কালে উপস্থিত সকলের উদ্দেশ্য কৃষ্ণ ভাবনামৃত সংঘের শুদ্ধ ভক্তরা বলেন, মানুষ মানুষের জন্য তাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তাদের শীত নিবারনের শীত বস্ত্র প্রদান।