বিজ্ঞাপন দিন

জলঢাকায় বাটখারা ও সীল পাথরে ওজনে কম দেওয়ার অভিযোগ,প্রতারিত ক্রেতারা

ফরহাদ ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় মাছ,শুটকি মুদি পন্য,মাংস,চাউল,মুরগি ও কাঁচা বাজারে বাটখারা ও সীল পাথরে ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা। অভিযোগকারীদের তথ্যমতে জানা যায়, জলঢাকা মাছ বাজারে মাছ কিনতে যান এক ক্রেতা। মাছ কেনার পর তার সন্দেহ হলে ডিজিটাল মিটারে মাছ ওজন করে দেখা যায় ২ কেজি ১৫০ গ্রাাম মাছে ১শ ৬০ গ্রাম কম। শুধু এই মাছে ওজনে কম না প্রতিনিয়ত এ রকম প্রতারণার শিকার হচ্ছেন শুটকি মুদি পন্য,মাংস চাউল,মুরগি ও কাঁচামাল ক্রেতারা। বেশি মুনাফার আশায় ওজনে কম দিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা । 

ক্রেতারা আরও অভিযোগ করে বলেন, এমনিতে মাছ এবং শুটকির দাম বেশি তার উপর আবার ওজনে কম দেওয়া হচ্ছে। এতে করে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্থ হচ্ছি আমরা। সীল পাথর দিয়ে ওজনে কম দেওয়া অসাধু ব্যবসায়ীদের ডিজিটাল মিটার দিয়ে ব্যবসা করার জন্য সংলিষ্ট কর্র্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন উপজেলাবাসী। জলঢাকা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শ্রী দিজেন্দ্র নাথ রায় (পকিয়া) বলেন,‘‘ডিজিটাল মিটার দিয়ে ব্যবসা করা ভালো,মানুষকে ওজনে কম দেওয়া খুব খারাপ।” এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান বলেন, ওজনে কম দেওয়া অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।