বিজ্ঞাপন দিন

ডিমলায় নদী ভাঙ্গন পরিবারদের মাঝে আর্থিক অনুদান প্রদান

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী ডিমলা উপজেলায় বয়ে যাওয়া ২০১৭-এর বন্যায় ক্ষতিগ্রস্থ ১০টি ইউনিয়নের মধ্যে উল্লেখ যোগ্য হারে টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, আংশিক খগা খড়িবাড়ী, গয়াবাড়ী, বালাপাড়া, ইউনিয়নের ৩শত ৩০টি বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ প্রাপ্ত অর্থায়নে উপজেলা সমাজ সেবার আয়োজনে ২৭ ডিসেম্বর দুপুর উপজেলা অডিটরিয়ামে ৩শত ৩০টি পরিবারের মাঝে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন ডোমার-ডিমলা নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা শারমীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেনস ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমনা, টেপা খড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার, খগা খড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন। খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সোহরাব হোসেন, সভা সঞ্চলনায় ছিলেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া।