বিজ্ঞাপন দিন

"জলঢাকা গোলমুন্ডা ইউনিয়নে কাউন্সিলের মাধ্যমে জাতীয় পার্টির কমিটি গঠন"

রবিউল ইসলাম রাজ,সংবাদদাতা জলঢাকা। "৬৮ হাজার গ্রাম বাঁচলে,বাংলাদেশ বাঁচবে" পল্লীবন্ধুর নীতি আদর্শকে সামনে রেখে নীলফামারী জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে ১৯ ডিসেম্বর বিকাল ৩টায় জাতীয় পার্টির অস্থায়ী দলীয় কার্যালয়ে কাউন্সিলের মাধ্যমে মাজেদুর রহমানকে সভাপতি ও আলহাজ্ব হাছানুর রহমানকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। কাউন্সিলে প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক তাদের পছন্দের নেতাকে বাছাই করেন।কাউন্সিলে জাপা নেতা নুরল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা জাতীয় পার্টির আহব্বায়ক ও প্রবীণ নেতা আলহাজ্ব শাহ্ আব্দুল কাদের বুলু চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন জাতীয় ছাত্র সমাজ জলঢাকা উপজেলা শাখার সদস্য সচিব রবিউল ইসলাম রাজ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জলঢাকা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক আব্দুর রাজ্জাক কানু,জাতীয় তরুন পার্টি জলঢাকা উপজেলা শাখার আহব্বায়ক গোলাম রব্বানি ডলার,কৈমারী জাপার সভাপতি প্রার্থী ফাইজুল ইসলামসহ ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ ও জাতীয় ছাত্র সমাজের এরশাদ সৈনিক ছাত্রবৃন্দ।কাউন্সিল শেষে প্রধান অতিথি বলেন,জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে হবে।এ জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ২১ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন।এই নির্বাচনে আমাদের প্রানের প্রতীক লাঙ্গল মার্কা নিয়ে মেস্তাফিজার রহমান মোস্তাফা ভাই প্রতিদ্বন্দিতা করছে।আমরা সবাই তার জন্য দোয়া করবো,এরশাদের জন্য দোয়া করবো।এরশাদের লাঙ্গলের যেন বিজয় হয়।পরে তিনি পুর্নাঙ্গ কমিটির কপিতে জনসম্মুখে স্বাক্ষর করে সভাপতি ও সাধারন সম্পাদককে এরশাদের আদর্শ ও নীতির সাথে দলীয় কার্যক্রম করার নির্দেশ দেন। পরে সভার সভাপতি সকলকে এরশাদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষণা করেন।