বিজ্ঞাপন দিন

নীলফামারী-৩ আসনের সম্ভাব্য প্রার্থী-এলিচ

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণা চালা্েচছন রাজনৈতিক নেতারা। নীলফামারী-৩ আসনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চলছে ভোটারদের দ্বারে দ্বারে চলছে দৌড় ঝাপ। আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামায়াত ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর নেতাদের মধ্যে দেখা যাচ্ছে দলীয় ব্যানারে বিলবোর্ড ফিস্টুন বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে পরিচিত মুখ হিসেবে নির্বাচনের আগ থেকে ভোটারদের মাঝে পরিচিতি হচ্ছে। জলঢাকা উপজেলার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক উপজেলা ভাইসচেয়াম্যান গোলাম পাশা এলিচ আগামী একাদশ জাতীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। সেই থেকে ইতি মধ্যেই তিনি বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। তিনি ১৯৮৭ সাল থেকে ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন। সৈরাচার পথন আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন এবং জামায়াত বিএনপির জোট সরকারের বিরুদ্ধে অগ্রনী ভূমিকা পালন করেন। ছাত্র রাজনীতিতে জলঢাকা কলেজ শাখার জাসদ ছাত্রলীগের সভাপতি পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসেন। এরপর থেকে উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হিসেবে আগামী জাতীয় সংসদের নির্বাচনে অংশ গ্রহণের জন্য দলের মনোনয়ন প্রত্যাশী। তিনি ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইসচেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হন। গ্রামে গঞ্জে দলকে সুসংগঠিত করার জন্য সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ বিষয়ে গোলাম পাশা এলিচ বলেন, দলের মনোনয়ন পেলে উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান পদে যে ভাবে নির্বাচিত হয়েছিলাম আশাকরি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয় ছিনিয়ে আনবো।