বিজ্ঞাপন দিন

জলঢাকায় শ্মশানের জমি বেদখল উদ্ধারে ৫০টি পরিবারের আর্তি

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা নীলফামারী প্রতিনিধি নীলফামারীর জলঢাকায় শ্মশানের জমি বেদখলে যাওয়ায় উদ্ধারে আহবান জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের ৫০ টি পরিবারের শত শত মানুষ। শনিবার সরেজমিনে গিয়ে জানা গেছে। উপজেলার মীরগঞ্জ মৌজার জেএলনং-৩৮ ও ১ নং খতিয়ানের ৭৪৪ দাগের ৯৫ শতাংশ জমি ঘিরে হিন্দু সম্প্রদায়ের লোকজনরা পূঁজা আর্চনার পাশাপাশি অন্তুষ্ঠিক্রিয়ার পর লাশ সৎকার করে আসছে প্রাচীনকাল থেকে। শ্মশানের সভাপতি বীরেন রায় জানান, মৃত আজিমুদ্দির পুত্র ভূমিদস্যু দুলাল হোসেন ৫ বছর ধরে জমিটি নিজের আয়ত্তে নেয়। এ ঘটনায় চেয়ারম্যান শালিস করে দিলেও তা মানেনি। সাম্প্রতি ইউনিয়ন ভূমি কর্মকর্তা ৯৫ শতাংশ জমিতে চারপাশে লাল পতাকা দিয়ে ১৪৪ ধারা জারি করলেও তা মানেনি ভূমিদস্যু দুলাল হোসেনগং। ঐ এলাকার বৃদ্ধ কামনী রায় জানান, আমাদের পূর্ব পুরুষ থেকে এই শ্মশান ঘাটটিতে লাশ দাহ করে আসছি। বর্তমানে রাস্তাটি সংকীর্ন করায় লাশ আনতে বেঘাত ঘটে। আমরা এই শ্মশান ঘাটটি উদ্ধারে জোর দাবী জানাচ্ছি। শ্মশানের সাধারণ সম্পাদক স্বপন কুমার রায় দুলাল জমিটি শুধু অবৈধ ভাবে দখল করেনি সেটি মোটা অর্থের বিনিময়ে বন্ধক দিয়েছে। এব্যাপারে অভিযুক্ত দুলাল হোসেন জানান, আমি ঢাকায় আছি ফিরে আপনাদের সব কাগজ পত্রদি দেখাব।