বিজ্ঞাপন দিন

জলঢাকায় পানি উন্নয়ন বোর্ডের ক্যাম্পাস থেকে জুুয়া খেলা অবস্থায় ৮ জুয়ারি আটক

ফরহাদ ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় পানি উন্নয়ন বোর্ডের ক্যাম্পাসের ভিতরে পরিত্যক্ত একটি ভবন থেকে জুয়া খেলা অবস্থায় ৮ জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ। আটকের পর মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ শত টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন,উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান। থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এস,আই বাপ্পী'র নেতৃত্বে থানা পুলিশের একটি টিম সোমবার গভীর রাতে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের ক্যাম্পাসের ভিতরে পরিত্যক্ত একটি ভবন থেকে জুয়ার আসর ৮ জনকে আটক করে। আটককৃতরা হলেন,ডাকবাংলো এলাকার আব্দুল আলিম,মাসুদ রানা,আলমগীর,সিবু,জসিয়ার রহমান,নয়ন মিয়া,অফিসার রহমান ও হৃদয় ইসলাম। উপজেলা পানি উন্নয়ন বোর্ডের ক্যাম্পাসটি সংরক্ষিত এলাকা হলেও কতৃপক্ষের দূর্বালতার কারনে জুয়া খেলাসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড ঘটছে প্রতিনিয়ত। এ বিষয়ে জলঢাকা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা একরামুল হক বলেন,কলোনির ভিতরে বহিরাগত লোক আছে,মুলত তাদের কারনেই এরকম হচ্ছে,বহিরাগতদের বের করে দিলে এরকম সমস্যা হবে না। ঘটনার সত্যতা স্বীকার করে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন,আটককৃত জুয়ারিদের মোবাইল কোর্টে জরিমানার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।