বিজ্ঞাপন দিন

জলঢাকায় প্রতিপক্ষের নির্যাতনের শীকারে এক গৃহবধু অল্পের জন্য বেঁচে গেল"

রবিউল ইসলাম রাজ,জলঢাকা প্রতিনিধি। নীলফামারী জলঢাকায় মরিয়ম বেগম (৪০) নামে এক গৃহবধু জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের নির্যাতনের শীকারে অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ জানুয়য়ারী) দুপুর ১২টায় পৌর এলাকার কাজীরহাট পন্ডিত পাড়ায়। সরজমিনে প্রতক্ষদর্শীরা জানায়,ঐ গ্রামের আশরাফ আলী ওরফে (ফেলদেওয়া) এর স্ত্রী মরিয়ম বেগম পরিবারের যেন কর্তার দ্বায়িত্ব পালন করেন।নারী হয়ে তিনি মাঠে ময়দানের সব কাজেই করে থাকেন।কারন তার স্বামী দীর্ঘদিন থেকে দুরারঙ্গ রোগে ভুগচ্ছেন। কিছু আবাদী জমি ও বসতভিটা ছাড়া আর কিছুই নাই তাদের।পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন থেকে ভোক করা ১২ শতক জমিতে বৃহস্পতিবার সকালে ধান গাছ রোপন করতে যায় মরিয়ম নিজে।এমন সময় পূর্ব আক্রশবসত একই গ্রামের মৃত মোজা মামুদের দুই ছেলে দেলোয়ার হোসেন (৪০) ও আনাউ ইসলাম (৩৫) জমির মালিক দাবী করে বাধা দেয়।এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।এরে এক পর্যায়ে তারা চড়াও হয়ে অশ্লিল ভাষায় গালিগালাজ করে মরিয়ম বেগমকে মারধর শুরু করে।পরে জমির কাদার মধ্যে চোপবাতে চোপবাতে গলা চেপে শ্বাসরোদ্ধ করে হত্যার চেষ্টা চালায়।এরকম আর ২/৩ মিনিট চললে হয়তোবা গৃহবধু মারায় যেত এমনটি অনেকে বলে।পরে এলাকাবাসির সহযোগিতায় ভ্যান গাড়ি বহরে তারাহুরা করে জলঢাকা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার চিকিৎসা দিয়ে ভর্তি করে নেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।