বিজ্ঞাপন দিন

জলঢাকায় রশীদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম,জলঢাকা,নীলফামারী প্রতিনিধিঃ শিশু কিশোরদের মধ্যে নেতৃত্ব সৃষ্টি,গণতন্ত্রের চর্চা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে সারা দেশের ন্যয় নীলফামারীর জলঢাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে উপজেলার ধর্মপাল ইউনিয়নের রশীদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে এই ভোটগ্রহন। নির্বাচনে ৩য় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত পড়ুয়া ছাত্র/ছাত্রী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীর মধ্যে থেকে প্রতি শ্রেণীতে ২ জন করে প্রতিনিধিসহ মোট ৭ জন প্রতিনিধি নির্বাচিত হবে বলে জানান,ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিব ইসলাম । শিশু শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনার, প্রিজাইটিং ও পুলিং অফিসারসহ আনসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহাজাহান বলেন উপজেলার ২৩৮ টি স্কুলে এই ভোট অনুষ্ঠিত হয়।