বিজ্ঞাপন দিন

জলঢাকায় দলিল লেখকের সাথে নকল-নবিশের হাতাহাতির অভিযোগ

ফরহাদ ইসলাম, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় দলিল লেখকের সাথে নকল-নবিশদের হাতাহাতির ঘটনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিক দলিল লেখকরা তাদের কর্মবিরতি করে এর প্রতিবাদ জানায়। দলিল লেখক সমিতির সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা আমজাদ হোসেন সরকার নকল নবিশ সভাপতি মজিবুর রহমান মজু ও সাধারণ সম্পাদক শাহআলমকে এ ঘটনার জন্য দায়ী করে বলেন, মঙ্গলবার সকালে আমরা সাবরেজিস্ট্রাকে আমাদের কথা জানাতে গেলে অভিযুক্ত দুজনের নেতৃত্বে আমার সাথে খারাপ আচরণ করে এবং এক পর্যায়ে আমাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। তবে নকল নবিশ সভাপতি সম্পাদক তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, দলিল লেখকরা আমাদের কাজে বাধা দেওয়ায় তাদের সাথে কথা কাটাকাটি হয়। তবে হাতাহাতির কোন ঘটনা ঘটেনি। এ বিষয়ে দলিল লেখক সমিতির সভাপতি আহমেদ হোসেন ভেন্ডার বলেন, সৃষ্ট সমস্যা সমাধানে আমরা সকলেই ঐক্যমত আছি এবং আজ হতে পুনরায় দলিল লেখার কাজ শুরু হবে। জলঢাকা সাবরেজিস্ট্রার শাজাহান আলী বলেন, বিষয়টি দুঃখজনক। সমস্যা নিরসনের চেষ্টা চলছে। #