বিজ্ঞাপন দিন

জলঢাকায় ব্যতিক্রমী ব্যবসা সততা স্টোরের উদ্বোধন

বাদশাহ শাহাজাহান, ভ্রাম্যমান সংবাদদাতাঃ নীলফামারীর জলঢাকায় প্রথম বারের মত বিক্রেতা বিহীন ব্যতিক্রমী ব্যবসা "সততা স্টোরের" ফিতা কেটে উদ্বোধন করেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বার্হী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান। মঙ্গলবার (৯ডিসেম্বর) দুপুরে জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অায়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ কে এম ওয়ারেছ অালী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র সহকারী শিক্ষক নুরুজ্জামানসহ অন্যান্য শিক্ষকগণ, অভিভাবক, শিক্ষার্থী ও সাংবাদিক। উদ্বোধন শেষে, উপজেলা নির্বাহী অফিসার স্টোরে সাজানো পন্যে কয়েকজন শিক্ষার্থীর ক্রয় করা দেখেন।


এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যেহেতু সততা স্টোরে কোন বিক্রেতা থাকবে না, তাই পণ্যের নির্ধারিত মূল্য পরিশোধ করা, পণ্য ক্রয়ের নিয়ম-কানন এবং শিখনীয় বিষয়ে উপদেশ মূলক বক্তব্য দেন। ব্যতিক্রম এ সততা স্টোরে শিক্ষার্থীরা কাগজ-কলম, চক-পেন্সিলসহ নিত্য প্রয়োজনীয় সকল পন্য, সংশ্লিষ্ঠ পন্যের নির্ধারিত মূল্য রক্ষিত বাক্সে পরিশোধ সাপেক্ষে পণ্য ক্রয় করতে পারবেন। মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক জানান, এর পর ভবিষ্যতে উপজেলার বড়-বড় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা কমিটির সঙ্গে অালোচনা করে, এ রকম সততা স্টোর চালু করার পরিকল্পনা হতে নিয়েছি। তিনি অারও জানান, সততা স্টোর থেকে শিক্ষার্থীরা শিক্ষাসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য হাতের কাছে সূলভ মূল্যে ক্রয় করতে পারবে। অন্য দিকে তাদের সততার মাপকাঠি সহজই নিরুপন যাবে।