বিজ্ঞাপন দিন

এই শীতত তোমা মোক কম্বল দিলেন, মুই তোমাক জীবনেও ভুলিম না

ফরহাদ ইসলাম,জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধিঃ ভোটের সময় ভোট চাওয়ার আইসে,পরে আর কোনও উদিশ নেয় না,কুয়া পড়া এই শীতে তোমা মোক কম্বল দিলেন,বাবা তোমার কথা মুই জীবনেও ভুলিম না। কান্নাজড়িত অবস্থ্য়া এভাবে কথাগুলো বলছিলেন, ৭৯ বছরের বৃদ্ধা ইউনুছ আলী। বাড়ী নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের চরাঞ্চলে। প্রতিবছর শীতকালে সরকারি,বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে আসা কম্বলগুলো পৌরসভা এবং উপজেলার সকল ইউনিয়ন পরিষদের মাধ্যমে হতদরিদ্র পরিবারের মাঝে বিতরন করা হলেও কোনও কারনে পিছিয়ে পরে অনেক অসহায় পরিবার। একটি কম্বলের জন্য জনপ্রতিনিধিদের বাড়িতে ঘুর-ঘুর করে তারা । 

অসহায় পরিবারগুলো যাতে আর বঞ্চিত না হয় তাই এ বছর ইউনিয়ন পরিষদের পাশাপাশি অসহায় পরিবারগুলোর দ্বারে দ্বারে গিয়ে নিজ হাতে কম্বল বিতরন করছেন, জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান । বিতরনের অংশ হিসেবে প্রতিদিন সন্ধ্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লা,ছোট-ঘাট হাটবাজার,এতিমখানা এবং চরাঞ্চলে গিয়ে কম্বল বিতরন করছেন তিনি। নির্বাহী অফিসারের এই উদ্দেগকে একটি মহৎ উদ্দেগ হিসেবে আখ্যায়িত করেছেন,জলঢাকার সুশীল সমাজের ব্যক্তিরা।