বিজ্ঞাপন দিন

জলঢাকায় শৈত্য প্রবাহে নাকাল মানুষ

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জলঢাকায় গত কয়েকদিনের শৈত্য প্রবাহে নাকাল হয়ে পড়েছে জন জীবন। হিমেল হাওয়া ও তীব্র ঠান্ডার কারণে বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাহির হতে পারছে না । সকালে ঘন কুয়াশা আর দুপুরে সূর্যের লুকোচুরি খেলায় জন জীবন বিপর্যস্ত। অন্যদিকে, হাসপাতালে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা তুলনামূলক হারে বৃদ্ধি পেয়েছে। জানুয়ারীর প্রথম দিকে হওয়া টানা শৈত্য প্রবাহের পর আবার হানা দিয়েছে প্রচন্ড শীত। ঠান্ডা তারাতে খরকুটো জ্বালিয়ে তাপ নিচ্ছে শীতার্তরা । শীতে কাহিল হয়ে পড়েছে গোবাদি পুশুরাও। চট, পুরোনো কাপড় দিয়ে ঢেকে রাখা হচ্ছে তাদের। বালাগ্রামের ষাটোর্ধ আব্দুল ওয়াহেদ জানান, এবারের ঠান্ডা প্রচন্ড ঠান্ডা, ইরির মৌসুমে ডালিয়া সেচ প্রকল্পের পানি আসায় এর তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। গৃহবধু সকিনা জানান, আমার ৫ বছরের বাচ্চা ঠান্ডার কারণে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছে তাকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করিয়েছি। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক দেবাশীষ রায় জানান, গত কয়েকদিনে ঠান্ডার কারণে শিশু বৃদ্ধা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তারা মূলত সর্দি জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত। এদের চিকিৎসা দিতে নিয়মিত ডাক্তারদেরকে হিমসিম খেতে হচ্ছে।