বিজ্ঞাপন দিন

জাতীয়করনের দাবীতে নীলফামারীতে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির মানব বন্ধন

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ শিক্ষাব্যবস্থা জাতীয়করন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পাঁচ ভাগ বার্ষিক প্রবৃদ্ধি, পুর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ, বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা সহ শিক্ষক- কর্মচারীদের ১১ দফা দাবী বাস্তবায়নে দেশব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে নীলফামারীতে মানব বন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি সদর উপজেলা শাখা নীলফামারী। মঙ্গলবার (৯ জানুয়ারী) সকাল ১১টায় শহরের চৌরঙ্গী মোড়ে শহীদ স্মৃতি অম্লান চত্বরে ব্যানার হাতে ঘন্ট্যাবাপী মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানব বন্ধন বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদানে মিলিত হয়। সদর উপজেলা শিক্ষক- কর্মচারী সংগ্রাম কমিটির আয়োজনে আহবায়ক মৃনাল কান্তি রায় এর সভাপতিত্বে উক্ত কর্মসূচীতে বক্তৃতা দেন মশিউর রহমান ডিগ্রী কলেজ অধ্যক্ষ সরওয়ার মানিক, মোঃ শফিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক, মাসুদার রহমান, হায়দার আলী, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মেসবাহুল হক সহ অনেকে। এসময় বক্তাগণ তাদের বিদ্যালয় জাতীয়করনের জন্য প্রধান মন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর সহানুভুতি কামনা করেন। এছাড়াও বক্তাগন এই কর্মসূচীা মাধ্যমে দাবী বাস্তবায়ন না হলে পরবর্তীতে কেন্দ্রীয় কর্মসূচীর ঘোষনা অনুযায়ী কঠোর আন্দোলনের ঘোষনা দেওয়া হয়। সঞ্চালনায় ছিলেন কালিতলা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুধীর কুমার বর্মন। কর্মসূচী শেষে শেষে এগার দফা দাবী বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না (এসিল্যান্ড ভূমি) স্মারকলিপি গ্রহণ করে সংশ্লিষ্ট কার্যালয়ে প্রেরণ করা হবে বলে জানান শিক্ষক- কর্মচারী সংগ্রাম কমিটি নেতাদের।