বিজ্ঞাপন দিন

এসএসসি পরীক্ষা জলঢাকার টেংগনমারীতে নকল মুক্ত পরিবেশে পরীক্ষার প্রস্তুতি সভা

শাহজাহান কবির লেলিন, প্রতিনিধি জলঢাকা, নিলফামারী : নীলফামারী জলঢাকার টেংগনমারী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে প্রশ্ন পত্র ফাঁস এড়াতে ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষায় অংশ গ্রহণে প্রস্তুতি সভা করেছে শিক্ষক ও কক্ষ পরিদর্শকরা। বুধবার বিকালে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রউফ রউফুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টেংগনমারী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আশেকুর রহমান। হরিশচন্দ্র পাঠের প্রধান শিক্ষক তবিবর রহমান, শিক্ষক আবুল কালাম আজাদ, কমিটির সদস্য হাবিবুর রহমান হাবু, জুয়েল রানা, আমিন মেম্বার প্রমূখ। প্রস্তুতি সভায় শিক্ষক ও কক্ষ পরিদর্শকের উদ্দেশ্যে কেন্দ্র সচিব বলেন, সকাল ৯ টায় কর্তব্যরতদের উপস্থিতি, নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবার পর্যবেক্ষন এমনকি মিডিয়া কর্মীরাও পর্যন্ত অনুমতি বিহীন কক্ষে প্রবেশ করতে পারবে না। তাছাড়া অভিভাবকরাও একই নিয়মের আওতায় থাকবে। বৃহস্পতিবারের প্রথম এসএসসি পরীক্ষায় এ কেন্দ্রটি থেকে মানবিক, বিজ্ঞান ও ভোকেশনাল মিলে ১২ প্রতিষ্ঠানের মোট ৯০১ শিক্ষার্থী অংশ গ্রহণ করবে।