বিজ্ঞাপন দিন

জলঢাকায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মইস্বাল গাড়ী এখনো চোখেপড়ে

এরশাদ আলম, জলঢাকা (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার গ্রাম গুলোতে এখনো চোখে পরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মইস্বাল গাড়ী যা আদৌ হাড়িয়ে যায়নি।আনছার হাট গ্রাম এলাকায় বহুদিন পর হাড়িয়ে যাওয়া মইস্বাল গাড়ি চোখে পরলো।তৎক্ষনাত গাড়িটি থামিয়ে গাড়িয়াল হাফিজুল ইসলাম কে প্রশ্ন করলে তিনি জানান আমার বাড়ি শৌলমারী ইউনিয়নের গোপাল ঝাড় চরভরট ১নং ওয়ার্ডে। সে ৪৭ হাজার টাকা দামে মহিষ কিনে গাড়ি সাজিয়েছে। দীর্ঘ দিন থেকে এ গাড়িটি চালিয়ে আসছি।হাফিজুল ইসলাম গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখেন। সে বলেন, গ্রাম- বাংলার ঐতিহ্যবাহী গাড়ি যেন হারিয়ে না যায়।আগে এই গাড়িগুলো শহর,গ্রাম এমন কি সব জায়গায় মইস্বাল গাড়ি দেখা যেত কেননা এ সব গাড়ি বিভিন্ন ভাবে ব্যাবহার করত মানুষ ,বিয়ের বাড়ি,আত্নিয় -সজন দের বাড়ি,মালামাল বহন ও ইত্যাদি কাজে ব্যাবহার করতো। বর্তমানে এই গাড়ি গুলো চোখে পরে না।ঐ এলাকায় শুধু হাফিজুলেই তার গাড়ি দিয়ে বিভিন্ন হাট-বাজার থেকে মালামাল বহন করে আসছে।