বিজ্ঞাপন দিন

জলঢাকায় তিস্তা ক্যানেলের সেচ কার্যক্রমের উদ্বোধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় রবিবার বিকেলে তিস্তা ব্যারেজ প্রকল্প (১ম পর্যায়) রবি মৌসুমের বোরো ধানে সেচ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসএইটটি পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের আয়োজনে বগুলাগাড়ী আর ওয়ান হেড রেগুলেটরের পানি ছেরে সেচ কার্যক্রমের শুভ সুচনা করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুরের উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা অমেলশ চন্দ্র রায়। জলঢাকা এসএইটটি পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুর পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ রাশেদুল হক প্রধান, বাপাউবো নীলফামারীর সম্প্রসারণ কর্মকর্তা মোতাহার হোসেন, জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ও তিস্তা ব্যারেজ পানি ব্যবস্থাপনা ফেডারেশনের আহবায়ক অধ্যাপক আজিজুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ওভারসীয়ার আবু জাফর, পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সাবেক সভাপতি আবুল কালাম প্রামাণিক, এমদাদুল হক সহ এসএইটটি ক্যানেলের পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ। ওভারসীয়ার আবু জাফর বলেন জলঢাকায় এবারের সেচ মৌসুমে এসএইটটি ক্যানেল ও টারসারি ক্যানেলের আওতাধীন ৭৫ কিঃমিঃ এলাকার ১৮ হাজার হেক্টর জমিতে এই সেচ সুবিধা দেওয়া হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুরের উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা অমেলশ চন্দ্র রায় উপস্থিত সকল কৃষক ও পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সদস্যদের কাছে এবারের বোরো মৌসুমে সুষ্ঠু ভাবে সেচ কার্যক্রম পরিচালনা করার আহবান জানান।