বিজ্ঞাপন দিন

ডোমারে প্রবাসীর জমি দখলের অভিযোগে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রতন কুমার রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-নীলফামারীর ডোমারে অবৈধভাবে অষ্ট্রেলিয়া প্রবাসীর জমি দখলের অভিযোগে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগীরা। সোমবার দুপুরে ডোমার প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌরসভার চিকনমাটী গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে আওরঙ্গজেব বাবু।এসময় উপস্থিত ছিলেন তার ভাই বেলাল হোসেন ও আব্দুল মালেক মুকুল। লিখিত বক্তব্যে বলেন,আমরা ৫ভাই ও ৫ বোন। এরমধ্যে দুভাই অষ্ট্রেলিয়ায় রয়েছে। আমার বাবার রেখে যাওয়া জমি এ পর্যন্ত কোন ভাগ-বাটোয়ারা হয়নী। আমরা ভাই-বোনেরা দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করার সুযোগে প্রতিবেশী ডোমার পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়নুল হক আমাদের পৈত্রিক এক একর জমিতে লাগানো সরিষা ক্ষেত নষ্ট করে ১৭শতাংশ জমি গত ২৩ জানুয়ারী জবর দখল করে বাঁশের বেড়া ও দুটি টিনের চালা স্থাপন করে। পরবর্তিতে এ জমির উপর আদালতের নিষেধাজ্ঞা জারি করা হয়। বর্তমানে ময়নুল হক তাদেরকে বিভিন্ন ভাবে জীবন নাশের হুমকী দিচ্ছে বলে সংবাদ সম্মেলন জানান। এ ব্যাপারে ময়নুল হক জানান, আমার স্ত্রী সাবিনা ইয়াছমিন এবং আমার শ্যালক তারিকুল ইসলামের নামে মৃত আশরাফ আলীর চার মেয়ে হুসনে আরা,সাবিনা ইয়াছমিন,ইশরাত জাহান বন্নি ও সাবেরা জামান ১৭শতাংশ জমি গত ২৩ জানুয়ারী বিক্রয় করে।