বিজ্ঞাপন দিন

জলঢাকায় বই উৎসব পালিত

বাদশাহ শাহাজাহান, ভ্রাম্যমান সংবাদদাতাঃ ব্যাপক উৎসব মূখর পরিবেশে পালিত হয়েছে বই বিতরণ উৎসব। বিদ্যালয় প্রঙ্গনে রঙ্গিন কাপড়ের প্যান্ডেন তৈরী করা হয়েছে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ১ম থেকে ৫ম শ্রেণীর সকল শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। সারা দেশের একযোগে এ কর্মসূচীর অংশ হিসেব সোমবার (১ জানুয়ারী) সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার পুর্বকাঁঠালী উত্তর পূর্ব পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন- সহকারী উপজেলা শিক্ষা অফিসার অাতাউল গনি ওসমানী। এ সময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের জমি দাতা ও প্রতিষ্ঠাতা সভাপিত ময়েজ উদ্দিন, পৌর যুবলীগ এর সাবেক সভাপিত সাইফুর রহমান পিকু। উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক জীবন নেছা, সহকারী শিক্ষক এমদাদুল হক, অারেফা বানু, মোনসেফা ও তাজনীন ইয়াছমিন, অভিভাবক বৃন্দ ও স্থানীয়রা সুশিল সমাজের ব্যক্তিগণ। কোমলমতি শিক্ষার্থীরা নতুন বই হতে পয়ে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।