বিজ্ঞাপন দিন

জলঢাকায় নীলকদমের যাত্রা শুরু

ফরহাদ ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ এবার নীলফামারীর জলঢাকায় যাত্রা শুরু করলো নীলসাগর গ্র“পের মিষ্টি “নীলকদম”। জলঢাকা শহরের জিরোপয়েন্টে নীলকদমের “শো-রুম” উদ্বোধন করেন গ্র“পের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিন। রবিবার দুপুরে উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার(ভুমি) জহির ইমাম,জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি)মোস্তাফিজুর রহমান, নীলসাগর গ্র“পের পরিচালক (ফার্ম) মমিনুর রহমান রঞ্জু, পরিচালক আবু সালেহ সোহেল রানা, আব্দুর রশিদ মুক্তি, ভোগ্যপণ্য বিভাগের প্রধান রহমত আলী। উৎসব মুখর পরিবেশে সেখানে বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে জেলার তৃতীয় শোরুমের উদ্বোধন করেন আহসান হাবিব লেলিন। উদ্বোধনী অনুষ্ঠানের পর শোরুমের প্রথম ক্রেতা হিসেবে নাম লেখান সোনালী ব্যাংক জলঢাকা শাখার কর্মকর্তা নাছিমা আখতার লুবনা। তিনি বলেন, শুধু জলঢাকায় নয় নীলফামারী জেলা শহরেও মানসম্মত মিষ্টির স্বাদ পাচ্ছি না আমরা। আমরা মিষ্টির স্বাদ পেতে চাই, নশ্চয় নীলকদম সে প্রত্যাশা পূরণ করবে। ইতিমধ্যে নীলকদম সাড়া ফেলেছে বলে মন্তব্য করেন এই ব্যাংক কর্মকর্তা। নীলসাগর গ্র“পের ভোগ্যপণ্য বিভাগের ব্যবস্থাপক রহমত আলী জানান, নীলকদমের যাত্রা আনুষ্ঠানিক ভাবে শুরু হয় নীলফামারী শহর থেকে। এরপর সৈয়দপুর বিমানবন্দর এবং তৃতীয় শো-রুম হিসেবে জলঢাকা স্থান পেলো। তিনি বলেন, নীলকদমের বিশেষতত্বই আলাদা। নিজস্ব খামারের গরুর দুধ, স্বাস্থ্যসম্মত পরিবেশে মিষ্টি তৈরি করছি আমরা। পরিবর্তন ডট কম ও দৈনিক খোলা কাগজের প্রধান সম্পাদক আহসান হাবিব লেলিন বলেন, অনেক আশা প্রত্যাশা নিয়ে নীলকদম যাত্রা শুরু করেছে। মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিলো ভালো মানের মিষ্টি পাওয়া। সেটি পূরণে নীলকদম বিশেষ ভুমিকা রাখবে। ইতোমধ্যে নীলকদম প্রশংসা অর্জন করেছে বলে মনে করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানের পর স্থানীয়দের মিষ্টি মুখ করানো হয় নীলকদমের মিষ্টি দিয়ে।