বিজ্ঞাপন দিন

অপহৃত স্বামীকে উদ্ধারের দাবীতে ডোমারে স্ত্রীর সংবাদ সম্মেলন

রতন কুমার রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃঅপহৃত স্বামীকে উদ্ধারের দাবীতে নীলফামারীর ডোমার উপজেলায় সংবাদ সম্মেলন করেছে স্ত্রী পরিনীতা রায়। রবিবার দুপুর এক টার দিকে ডোমার ডাকবাংলো মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পরিনীতা রায় জানান, আমি ডোমার উপজেলা পরিসংখ্যান অফিসের ডাটা এট্রি অপারেটর ও আমার স্বামী ভূমি অফিস সহকারী। গত ২৮ জানুয়ারী আমরা এক সাথে বাড়ি হতে বের হয়ে নিজ নিজ অফিসে যাই। ওই দিন দুপুর সাড়ে ১২ টার দিকে আমার স্বামী মোবাইল ফোনে নীলফামারী যাওয়ার কথা জানান। রাত ১০ টার দিকে আমার স্বামী ও তার ভাই কর্ণ অধীকারী অটো-রিক্সা যোগে বাড়ি ফেরার পথে ডোমার-নীলফামারী সড়কের কালীতলা নামক স্থান হতে একদল দৃস্কৃতিকারী তাদের পথ রোধ করে অস্ত্রের মূখে তাকে অপহরণ করে নিয়ে যায়। তিনি বলেন, ঘটনার আট দিন পার হলেও তার স্বামীকে উদ্ধার করা সম্ভব হয় নাই। পরিনীতা রায় তার স্বামীর উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃংখলাবাহীনীর সহায়তা চান। এসময় সংবাদ সম্মেলনে কৃষ্ণ অধীকারীর বাবা প্রফুল্ল অধীকারী, মা কৌশলা রানী অধীকারী, ভাই কর্ণ অধীকারী, পরিনীতার বাবা কৃষ্ণপদ রায় ও মা কমলা রানী রায় উপস্থিত ছিলেন। এব্যপারে থানায় ও আদালতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নীলফামারী থানার অফিসার্স ইনচার্জ বাবুল আক্তার জানান, অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।