বিজ্ঞাপন দিন

বিদায় নিলেন ইউএনও রাশেদুল হক প্রধান

ফরহাদ ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ বদলি জনিত কারনে জনবান্ধব জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান ১৫ মাসের মাথায় জলঢাকা থেকে বিদায় নিলেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি জলঢাকা ত্যাগ করেন। জলঢাকা উপজেলা প্রশাাসন সূত্রে জানা যায়, মুহঃ রাশেদুল হক প্রধান বদলি হয়ে কুড়িগ্রাাম জেলার রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন। গত ৭ ফেব্র“য়ারি জলঢাকায় ছিল তাঁর শেষ কর্মদিবস। বিদায় কালে উপজেলা পরিষদ চত্বরে প্রথমে জলঢাকা উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র,বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দসহ কয়েকশত নারী-পুরুষ তাঁকে অশ্র“সিক্ত ভালোবাসায় বিদায় জানায়। 

এরপর ১১টি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্য-সদস্যা,সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ তাঁকে বিদায় জানান। উল্লেখ্য, ২০১৬ সালের ১০ আগস্ট নীলফামারী জেলার জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে বিগত ১৫ মাসে প্রথমে দৃষ্টিনন্দন উপজেলা পরিষদ চত্বর ও বিভিন্ন সময়োপযোগী কার্যক্রমের ফলে অল্পদিনে পুরো উপজেলায় তিনি জনপ্রিয় হয়ে উঠেন। জলঢাকায় দায়িত্বে থাকাকালীন সময়ে প্রথমবার জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছিলেন জনবান্ধব অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান।