বিজ্ঞাপন দিন

আর্ন্তজাতিক ইসলামিক রিলিফ অরগানাইজেশনের শীতবস্ত্র বিতরণ

আবেদ আলী বিশেষ প্রতিনিধি: কার জন্যে আইসে আর কায় যে পায়, সরকার বোলে এবার ম্যালা কম্বল দেয়ছে কোটে তা, শীতে চলি যায় চেয়ারম্যানের কাছোত তিনদিন ঘুরিয়াও হামরা এ্যাকান কম্বল না পাই। কাথায় আছে না, কপালোত থাকিলে ঠ্যাকায় কায় ! পরে শোনো সৌদি আরবের কম্বল দেওয়ার কথা। মুও এ্যাকান সিলিপ পাছু এখন মনোত মোর আর কোনও কষ্ট নাই। নীলফামারীর জলঢাকায় এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিলিপ হাতে নিয়ে লাইনে দারানো জাহেদা বেগম আবেগ জনিত কন্ঠে উপরোক্ত কথাগুলো বলেছেন। সোমবার উপজেলার শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক ইসলামিক রিলিফ অর্গানাইজেশন (IIRO) এর উদ্যোগে ওই এলাকার ১৭'শ দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণকৃত শীতবস্ত্র গুলোর মধ্যে ছিলো মানসম্মত ১টি কম্বল, ২টি চাদর ও ১টি করে জ্যাকেট। এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী- ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, আন্তর্জাতিক ইসলামিক রিলিফ অর্গানাইজেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হাসান আলী আকিলী, পাবলিক রিলেশন অফিসার আলহাজ্ব আব্দুল বারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহির ইমাম, শিমুল বাড়ি ইউপি চেয়ারম্যান হামিদুল ইসলাম ও খুটামারা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামীম প্রমুখ।