বিজ্ঞাপন দিন

জলঢাকায় নিজ অর্থায়নে শহিদ মিনার নির্মান করলেন সেনা সদস্য শরিফুল

মোঃ মশিয়ার রহমান বিশেষ প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন ৬নং ওয়ার্ড ভাবনচুর সাইফোন মরা তিস্তা উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যায়ল মাঠে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পুরনে ও ১৯৫২সালের ভাষা আন্দোলনের সহিদদের শ্রদ্ধা জানিয়ে নিজের অর্থায়নে শহিদ মিনার নির্মানে ভিক্তিস্থাপন করলেন সেনা সদস্য শরিফুল ইসলাম(শরীফ)। ১৯৭১সালের স্বাধীনতা সংগ্রামের নায়ক যারা নিজের জীবন অব্তাহুতি দিয়ে দেশে স্বাধীন করে সেই সকল বীরদের শ্রদ্ধা ও ভালবাসায় নির্মিত সহিদ মিনারটি প্রস্থাপন করলেন। উক্ত শহিদ মিনারে যে কোন দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী ও স্বাধীনতার পক্ষের সকল লোকজন ফুলদিয়ে শ্রদ্ধা জানাবে।শহিদ মিনারে ভিক্তিস্হাপনের সময় উপস্হিত ছিলেন,জহুরুল হক সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ৬নং ওয়ার্ড,মোঃ মশিয়ার রহমান মানবাধিকার প্রতিস্ঠা ও বাস্তবানয় সংস্হা, রংপুর বিভাগীয় কার্য নির্বাহী সদস্য, ও স্হানীয় গন্যমান ব্যাক্তি বর্গ সহ সর্বস্বর্তরের লোকজন ছিলেন। এব্যাপারে সেনাসদস্য শরিফুল ইসলাম(শরীফের)সাথে কথা হলে তিনি জানান, আমি এ স্কুলের ছাত্র ছিলাম, আমি দেখেছি যে কোন দিবসে কলার গাছ দিয়ে শহিদ মিনার বানিয়ে শ্রোদ্ধা নিবেদন করতাম, তাছাড়া অত্র এলাকায় কোন শহিদ মিনার নেই। ছাত্রজীবন থেকেই আমার স্বপ্ন এখানে শহিদ নিমার নির্মান করবো। সে স্বপ্ন পুরনে কাজ করছি। নিজ অর্থ দিয়ে সহিদ মিনার নির্মান করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।