বিজ্ঞাপন দিন

ইকোনমিক জোন চায়-নীলফামারীবাসী

রায়হানুল ইসলাম রায়হান মীরগঞ্জ প্রতিনিধিঃ বর্তমান সরকার দেশের মাথাপিছুআয় বাড়িয়েছে, দেশের অর্থনীতি আজ তুলনামূলক সমৃদ্ধ!আওয়ামীলীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে জনগনের উন্নয়ন ও মানুষের মজ্ঞল হয়েছে ।আগের চেয়ে এখন দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা সত্য। সরকারি-বেসরকারি খাতে বিনিয়োগ বাড়িয়েই চলেছে। সম্প্রতি কাউকে বাদ দিয়ে নয়,সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে সরকার ১০০টি ইকোনমিক জোন প্রতিষ্ঠা করার পদক্ষেপ এর কথা জানিয়েছে। বিনিয়োগ বাড়লে বেকারত্ব কমে আসবে।আর বেকারত্ব কমলে আয়ব র্ধক মানুষের সংখ্যাও বাড়বে।

অর্থাৎ ক্রয়ক্ষমতা মানুষের হাতের নাগালে থাকবে। শিক্ষিত তরুনদের মধ্যে বেকারত্ব দুর করার লক্ষে আইটি সেক্টরে প্রযুক্তিগত উন্নয়ন দিন দিন বাড়িয়ে চলেছে। উত্তরাঞ্চলে তথা নীলফামারীর পশ্চাৎপদ জলঢাকা_ কিশোরগঞ্জ ( বিপুল পরিমানে খাস জমি/পতিত জমিও রয়েছে)মফস্বল এখানকার গুটি কয়েক মানুষের হাতে প্রচুর পরিমান অর্থ আছে,বেশীরভাগ মানুষ হতদরিদ্র।অর্থাৎ ক্রয়ক্ষমতা সম্পন্ন মানুষের সংখ্যা কম।

যে হারে দিন দিন ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারিত হচ্ছে,সে হারে ক্রেতার সংখ্যা বাড়ছে না!! এতে,ক্ষুদ্র ব্যবসায়ী আমার মত যারা হ্যান্ড টু মাউথ দুশ্চিন্তার সীমা নেই। দিনে দিনে,সামাজিক মর্যাদা লোপ পাচ্ছে,আয়ুষ্কাল কমে যাচ্ছে।আর এর থেকে বেচে থাকতে হতভাগারা আশ্রয় নেয় নেশায়। তাই,এক কথা এক দাবি জলঢাকায় মানুষের ভাগ্যয়ন্ননে ইকোনমিক জোন চায় এলাকাবাসী